Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Registation certificate
Details

গোল্ডেন সিটি খ্যাত শ্রীরামপুর আশ্রয়ণ সমবায় সমিতি লিঃ এর উপকারভোগীগণের সমন্বয়ে উপজেলা তথ্য আপার আয়োজনে উঠান বৈঠকে মাগুরা সদর উপজেলার সুযোগ্য ইউএনও মহোদয় জনাব মোঃ তারিফ-উল- হাসান স্যার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এ সময় স্যারের নেতৃত্বে উপজেলা যুব উন্নয়ন অফিসার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, সহকারী উপজেলা মহিলা বিষয়কসহ আমি উপজেলা সমবায় অফিসার স্ব স্ব দপ্তরের সেবা বিষয়ে উপকারভোগীগণকে অবহিতকরণ করি। অত্র শ্রীরামপুর গোল্ডেন সিটি আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের নিয়ে ইতোমধ্যেই শ্রীরামপুর আশ্রয়ণ সমবায় সমিতি লিঃ নামে সমিতি নিবন্ধন প্রদান করে সমিতির সভাপতি ও সম্পাদকের হাতে ইউএনও মহোদয় সমিতির নিবন্ধন সনদ, উপআইনসহ বিভিন্ন কাগজপত্র হস্তান্তর করেন। নিবন্ধন সনদ হস্তান্তরের সময় ইউএনও মহোদয় সমিতির মাধ্যমে পুজি গঠনের জন্য সকলকে সঞ্চয় জমা করার এবং বাড়িতে শাকসবজি, তরিতরকারি উৎপাদন, ও হাঁস-মুরগি, গরুছাগল লালন পালনের মাধ্যমে সাবলম্বী হওয়ার আহব্বান জানান।

Images
Attachments
Publish Date
29/12/2022
Archieve Date
30/06/2023