Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
জেলা প্রশাসক, মাগুরা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ মহোদয় কর্তৃক লিচু ফুলের মধু আহরণ
Details
জেলা প্রশাসক, মাগুরা মহোদয় কর্তৃক মধু আহরণ
===================================
মাগুরা দুঃস্থ মৌচাষী শ্রমজীবী সমবায় সমিতির আয়োজনে মিঠাপুর লিচুবাগান হাজরাপুর মাগুরা সদরে লিচু ফুলের মধু আহরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ আবু নাসের বেগ, সুযোগ্য ও জননন্দিত জেলা প্রশাসক, মাগুরা মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহি অফিসার, জনাব মোঃ তারিফ- উল- হাসান স্যার। অনুষ্ঠানে মৌচাষীদের সংগ্রাম ও সমবায়ের মাধ্যমে ভাগ্য উন্নয়নে মৌপল্লী গঠনের অনুরোধসহ মধু গবেষণা কেন্দ্র/ মধু উন্নয়ন বোর্ড মাগুরায় স্থাপনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার প্রয়োজনীয়তা বিষয়ে সভায় উপজেলা সমবায় অফিসার হিসেবে আমি জেলা প্রশাসক মহোদয় ও অন্যান্য অতিথিগণের সামনে তুলে ধরি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজরাপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান জনাব মোঃ কবির হোসেন মহোদয়। প্রধান অতিথি মহোদয় মৌচাষীগণের সহযোগিতায় নিজে লিচু ফুলের মধু আহরণ করেন। অনুষ্ঠানের অন্যান্য অতিথিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Images
Attachments
Publish Date
18/03/2023
Archieve Date
30/06/2023